অবশেষে বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) তার নামে যে অভিযোগ উঠেছিল, সেটি প্রমাণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি মাদুরাই প্যান্থার্স।
নিজেদের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারের জন্য শনিবার (২৫ জানুয়ারি) ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। এই তালিকায় আছেন রবিচন্দ্রন অশ্বিন।
রবিচন্দ্রন অশ্বিনের সামনে ম্যাচ খেলে বিদায় নেওয়ার সুযোগ ছিল। সেদিকে হাঁটেননি। বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে হুটকরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন।